মাদ্রাসা পরিচিতি ও ইতিহাস

ইকরা হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সকল কে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন । লক্ষীপুর জেলার কমল নগর উপজেলা চর লরেঞ্চ বাজার থেকে ১ কিঃ মিঃ উত্তরে মেইন রোডের পুর্ব পাশ্বে হাজিনগর, চর পাগলা ইকরা হাফেজিয়া এতিমখানা মাদ্রাসাটি অবস্থিত । আমাদের মাদ্রাসাতে আবাসীক/ অনাবাসীক প্রায় ২৫০ জন ছাত্র/ছাত্রী রয়েছে। এদের ভিতরে বেশীর ভাগ ছাত্র/ ছাত্রী এতিম ,অসহায় ,গরীব,নদী ভাঙ্গা রয়েছে, এদের থাকা খাওয়া জামা কাপড় বই খাতা সর্ম্পুন প্রী ভাবে মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হয় । ৯ জন অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্ধারা এদের কে পাঠদান করানো হয় । আপনাদের সাহায্য সহযোগীতা ও আন্তরীক ভালোবাসা পেলে ছাত্র/ ছাত্রীদের ভবিষ্যৎ উজ্জল ও প্রতিষ্ঠানটিকে আরো উন্নত করতে পারবো ইনশাআল্লাহ ।
মাদ্রাসার কমিটি, সমাজসেবা অফিস কতৃক অডিট, এবং মাদ্রাসা কমিটি অডিট এবং বিভিন্ন এক্সট্রা একাডেমিক কমিটির মাধ্যমে সুদৃঢ় প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের বিভিন্ন উদ্যেগ রয়েছে। ছাত্রদের কে ভালো মান সম্মত হাফেজ হিসাবে গড়ে তোলার জন্য এবং গ্রামের শিক্ষার্থীদের কে দক্ষ করার জন্য আমাদের রয়েছে বালক এবং বালিকাদের পৃথক ওস্তাদ নিয়োগ করা হয়েছে।

পবিত্র কোরআন প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীদের উপজেলা এবং জেলা পর্যায়ে সুনাম রয়েছে। ২০২৪ সালের ইসলামিক ফাউন্ডেশন এবং কয়েকটি সংস্থার উদ্যিগে কোরআন প্রতিযোগিতায় আমাদের ছেলা উপজেলায় প্রথম স্থান অর্জন করে।
আমাদের  শিক্ষার্থীদের সফলতা আরো এক ধাপ এগিয়ে। প্রায় প্রতি বছরই হেফজ শেষ করে মাদ্রাসার বার্ষি ক মাহফিলে হাফেজ হিসাবে পুরস্কার অর্জন করে।
শিক্ষা ক্ষেত্রে  অনবদ্য অবদান রাখার জন্য ইকরা হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা ২০১০ সাল থেকে কমলনগর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করে।