মাদ্রাসার সম্পদ

২৭/০৭/২০১০ সালে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব হযরত মাওলানা গিয়াস উদ্দিন সাহেবের অক্লান্ত পরিশ্রমে এই এতিমখানা প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসাতে ৪০ শতক জমির উপর প্রতিষ্ঠিত।

মেঘনা নদী ভাঙ্গার পরে বর্তমানে নতুন করে আবার হাজীনগর, চর পাগলা, গ্রামে ১ টি দুই”তলা পাকা ইমারত ১0টি কক্ষ আছে, ১ টি টিনের ঘর, ২ টি কক্ষ আছে , ১ টি মসজিদ, ১ টি অফিস কক্ষ,  ও ২ টি আবাসিক কক্ষ আছে। তাছাড়া ১টি পুকুর, ১টি খেলার মাঠ, ২টি নলকূপ ও ৪ টি ল্যাট্রিন রয়েছে, মাদ্রাসার সামনে একটি সুন্দর খেলার মাঠ রয়েছে।