সভাপতির বাণী

                                  بسم الله الرحمن الرحيم

জাতীয় উন্নয়ন ও অগ্রগতির প্রথম সোপান হল শিক্ষা। শিক্ষার মাধ্যমেই তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক। শিক্ষা ছাড়া মানুষের মধ্যে দেশপ্রেম,মানবতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো সম্ভব নয়। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ রূপে গড়ার ক্ষেত্রে যুগোপযোগী ও প্রযুক্তি নির্ভর মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই।

“এতিমের দায়িত্ব পালন করা ইসলামের এক মহৎ কাজ। মহান আল্লাহ বলেন—
‘তুমি এতিমকে অবহেলা করো না।’ (সূরা আদ-দুহা: ৯)

ইকরা হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো—এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদেরকে কোরআন ও সহীহ দ্বীনী শিক্ষার আলোয় গড়ে তোলা, যাতে তারা ভবিষ্যতে একজন আদর্শ নাগরিক ও মুসলিম হিসেবে দেশ ও সমাজে অবদান রাখতে পারে।

আমরা দাতাগণ, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী এবং মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের দোয়া, সহযোগিতা ও সমর্থনই আমাদের এগিয়ে যাবার প্রেরণা।

আল্লাহ তায়ালা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং এতিম শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ দান করুন—আমিন।”

আলহাজ্ব মাওলানা মোঃ গিয়াস উদ্দিন
          প্রতিষ্ঠাতা সভাপতি
ইকরা হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা
কমলনগর উপজেলা লক্ষ্মীপুর জেলা
               01720628070