বাংলাদেশ শিশু আইন ২০১৩ এর ধারা ৮৯ ( ১) অনুযায়ী নিম্নে বর্ণিত শিশুগন সুবিধাবঞ্চিত ও এতিম হিসেবে গণ্য হইবে
(ক) যে শিশুর পিতা-মাতা যে কোন একজন বা উভয়জন মৃত্যুবরণ করিয়াছে।
(খ) আইনানুগ বা বৈধ অভিভাবকহীন শিশু।
(গ) নির্দিষ্ট কোন গৃহ বা আবাসস্থলহীন এবং জীবন ধারণের জন্য দৃশ্যমান অবলম্বনহীন শিশু।
(ঘ) ভিক্ষাবৃত্তি বা শিশুর মঙ্গলের পরিপন্থী কোন কার্যে লিপ্ত শিশু।
(ঙ) কারাভোগরত মাতা-পিতার ওপর নির্ভরশীল বা কারাভোগরত মাতার সহিত কারাগারে অবস্থানরত শিশু।
(চ) যৌন নির্যাতন বা হয়রানির শিকার শিশু ।
(ছ) যৌন বৃত্তি বা সমাজ বিরোধী বা রাষ্ট্র বিরোধী কার্যে নিয়োজিত কোন ব্যাক্তি বা অপরাধী বাসাস্থান বা কর্মস্থল বা গমনাগমনকারী শিশু।
(জ) যে কোনো ধরনের প্রতিবন্ধী শিশু
(ঝ) মাদক বা অন্য কোন কারণে অস্বাভাবিক আচরণগত সমস্যাযুক্ত শিশু।
(ঞ) অসৎ সঙ্গে পতিত বা নৈতিক অবক্ষয়ের সম্মুখীন হইতে পারে অথবা অপরাধ জগতে প্রবেশের ঝুঁকির সম্মুখীন শিশু।
(ট) বস্তিতে বসবাসকারী শিশু।
(ঠ) হিজরা শিশু।
(ড) বেদে ও হরিজন শিশু।
(ঢ) এইচ আইভি- এইডস এ আক্রান্ত (infected) বা ক্ষতিগ্রস্ত ( affected) শিশু।
( ত) শিশু আদালত বা বোর্ড কর্তৃক বিবেচিত কোন শিশু যাহার বিশেষ সুরক্ষা যত্ন পরিচর্যা ও উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন।